বিশেষ প্রতিনিধি: আজ ২০/১১/২০২১খ্রিঃ সকাল ৯ ঘটিকায় পুলিশ লাইন্স কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশের পদমর্যাদাভিত্তিক কনস্টেবল ও নায়েকদের ৩য় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় উক্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্ধোধন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), ও কোর্স ফোকাল পয়েন্ট কর্মকর্তা যশোর।
কোর্স ফোকাল পয়েন্ট কর্মকর্তা বলেন, বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল(আইজিপি), মহোদয়ের নির্দেশনায় গত ০৫/০৯/২০২১খ্রিঃ হতে সকল পুলিশ সদস্যদের পদমর্যাদাভিত্তিক এক সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজ কর্মসূচির ৩য় ব্যাচের প্রশিক্ষণ শুরু হল।
তিনি বলেন প্রথম ও ২য় ব্যাচের ন্যায় আপনারা ৩য় ব্যাচও সফলতার সাথে কোর্স সমাপ্ত করবেন। এই কোর্স থেকে আপনারা কর্মজীবনে নিজেদের সুরক্ষা এবং অন্যের নিরাপত্তার বিষয়ে জ্ঞান লাভ করবেন। পরিশেষে তিনি উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদের কোর্সটি অত্যন্ত মনোযোগ দিয়ে গ্রহণ করার জন্য আহবান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।