অমিয় কুমার দাস,পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানার খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুভাষ কর্মকার। তিনি খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা।
পারিবারিক কলহের কারণে তিনি পৈত্রিক ভিটা ত্যাগ করে দীর্ঘদিন যাবত পাটকেলঘাটায় ভাড়া বাড়িতে বসবাস করেন। বর্তমানে তিনি পাটকেলশ্বরী শিশু বিদ্যাপিটে শিক্ষাকতা করতেন। পাশাপাশি বেশকিছু টিউশনি করে জীবন যাপন করতেন।
প্রতিদিনের ন্যায় আজও তিনি টিউশনির উদ্দেশ্যে বাই সাইকেল যোগে সকাল ৭ঃ৩০ এ সময়ে বাসা থেকে বের হন। প্রতিমধ্যে পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে রাস্তা পারাপারের সময় রোজিনা পরিবহন তাকে পিছন থেকে ধাক্কা দেয়।
ধাক্কা লেগে ছিটকে পড়েন পাশে থাকা একটি মহেন্দ্রর উপর। সেখানেই তিনি মৃত্যু বরণ করেণ। মৃত্যু কালে তিনি স্ত্রী,অবিবাহিত ছোট কন্যা সহ মোট ৪কন্যা রেখে চলে গেছেন।
উনার এই আকস্মিত মৃত্যুর খবর জেনে খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ের সভাপতি ৯নং ইউ পি চেয়ারম্যান জনাব মোজাফফর রহমান,প্রধান শিক্ষক কল্যানী দে সহ বিদ্যালয়ের সকলে গভীর শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।