নীলফামারী প্রতিনিধি: নীলফামারী’র কিশোরগঞ্জে নির্বাচনী সহিংসতায় রুবেল হোসেন নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ঐ উপ’জেলার গাঢ়াগ্রাম ইউনিয়নের ৫ নং কেন্দ্র পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারী প্রাথ’মিক কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে।’
পুলিশ ও স্থানীয়রা জানান, ঐ কেন্দ্রে ভোট গণনা শেষে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ার’ম্যান প্রার্থী জোনাব আলীকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিকের সমর্থকরা ফলা’ফল প্রত্যা’ক্ষাণ করে নির্বাচন সংশ্লিষ্টদের আটক করে।’
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা’কারী বাহিনীর সদস্য’দের সাথে লাঙ্গল প্রতীকের সমর্থক’দের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিজিবির নায়েক রুবেল হোসেন নিহত ও কয়েক’জন আহত হন।
পরে পরি’স্থিতি নি’য়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী’র সদস্য’রা কয়েক রাউন্ড গুলি ছুড়ে। ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ললিত চন্দ্র রায় ঘটনা’র সত্যতা নিশ্চিত করে’ছেন। ‘
তবে ঘটনা’স্থলে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরি’স্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কথা বলতে প্রশাসন, পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগা’যোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।