নীলফামারী প্রতিনিধি: আসন্ন ৬নং পাংগা মটুকপুর ইউনিয়ন পরিষদের নৌকা মনোনিত প্রার্থী জনাব মোঃ এমদাদুল ইসলাম।
বাংলাদেশ সরকার অনুমোদিত ৫ ই জানুয়ারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মননীত প্রার্থী জননেতা জনাব মোঃ এমদাদুল ইসলাম পেলেন নৌকা প্রতীক।
পাংগা মটুকপুর ইউনিয়নের হাজারো জনতার নয়ন মনি, পাংগা মটুকপুর বাসির এক মাএ পরিপূরক, বর্তমান সময়ের ইউনিয়ন বাসীর প্রান প্রিয় নেতা, জনগনের একমাএ আস্হার প্রতীক, সৎ ও নির্ভীক মনোভাব সম্পন্ন ব্যাক্তিত্ব, সাধারন মানুষের আদর্শের একমাএ অবলম্বন জনাব মোঃ এমদাদুল ইসলাম। নৌকা প্রতীক পূনরায় পাবার পর পাংগা মটুকপুর ইউনিয়নে যেন আনন্দের জোয়ার বইছে। হাজারো জনতা ভিড়েছে জননেতাকে স্বাগত জানানোর জন্য।
আসন্ন পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার পাংগা মটুকপুর ইউনিয়ন এর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমদাদুল ইসলাম এর সমর্থনে বিশাল বড় শোডাউন দিয়েছে দল সমর্থিত কর্মীরা। এমদাদুল চেয়ারম্যান কে ডোমার বাস স্ট্যান্ড থেকে হাজার মানুষ রিসিভড করতে যায়। ফুলের মালা,ফুলের তোড়া,মিষ্টি নিয়ে দাড়িয়ে থাকে সমর্থকেরা। ডোমার থেকে চেয়ারম্যান কে সামনে নিয়ে সকল ভক্ত সমর্থকেরা জয় বাংলা স্লোগান দিয়ে নিজ ইউনিয়নের বিভিন্ন বাজার, দোকানে গিয়ে কুশল বিনিময় করেন।
মটুকপুর স্কুল এন্ড কলেজ গেটের সামনে বিখ্যাত ফিরোজের চায়ের দোকানে গোটা হাজার মানুষের সামনে চেয়ারম্যান আসলেই সকল লোকজন দাড়িয়ে তাকে সালাম বিনিময় করে। সাথে কেউ কেউ জয় বাংলা স্লোগান দিতে থাকে। চা দোকানদার ফিরোজ মন্ডল এক চিলতে হাসি দিয়ে সকলের সামনে বলেই ফেলেন যে, যোগ্য লোকের হাতেই উঠেছে নৌকার বৈঠা।
মন্দির পাড়ার আনন্দ রায় বলেন যে,এন্দা চেয়ারম্যান যেন নৌকা পায় সেই জন্যে মুই (আমি) পুজা মানছু(মান্যত) বাহে।মোর মাও(মা) কাইল চিন্তাত নিন(ঘুম) পারে নাই।আইজ মনটা ভরি গেইছে বাহে।
বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় যে, এমদাদুল ইসলাম এর হাতে নৌকার দায়িত্ব আসায় অনেকটাই এগিয়ে গেলো নৌকার বিজয়। নীলফামারীর বিভিন্ন নির্বাচনের এই পর্যন্ত যতোগুলো প্রেডিকশন ভিনিউজের পক্ষ হতে করা হয়েছে তা শতভাগ প্রমাণিত।
ওহ অপরাহ সন্ধা ৭ ঘটিকায় তার নিজেস্ব বাস ভবনে আয়োজিত সান্ধ শুভেচ্ছা অনুষ্ঠানে পাংগা মটুকপুর ইউনিয়নের হাজারো দলীয় ও নির্দলীয় নেতা কর্মীরা ফুল দিয়ে তাকে সাদরে শুভেচ্ছা জানান। এবং আল্লাহর কাছে মোনাজাত করেন তার বিজয়ের জন্য।
তিনি তার আহবান মূলক বক্তব্যে বলেন, পাংগা মটুকপুর ইউনিয়ন বাসী তাকে পূনরায় সুযোগ দিলে ইউনিয়নের অনুন্নত রাস্তা – ঘাট, জলাবদ্ধতা, এলাকার সার্বিক উন্নয়ন সহ মেহনতী মানুষের পাশে সব সময় থাকবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। সর্ব শেষে তিনি পাংগা মটুকপুর
ইউনিয়নের সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ৬নং পাংগা মটুকপুর ইউনিয়নের বিভিন্ন নেতা নেতৃ ও সাধারন মানুষের ব্যাপক উপস্হিতি।