বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৪ নং কুমিরা ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে রোজ মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকালে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ সম্পন্ন করেছেন উপজেলা নির্বান কর্মকর্তা রাহুল রায়।
চেয়ারম্যান পদে প্রতিক পেলেন যারা-
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ৪ নং কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ আজিজুল ইসলাম নৌকা, জামায়াতে ইসলামী বাংলাদেশ সমর্থিত মোঃ ইদ্রিস আলী মোড়ল (সতন্ত্র) চশমা, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম (সতন্ত্র) মটরসাইকেল, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ শাহাবাজ আলী (সতন্ত্র) আনারস।
সংরক্ষিত ওয়ার্ড সদস্য হিসেবে প্রতিক পেলেন যারা-
সংরক্ষিত ওয়ার্ড -১ (সাধারণ ১.২ ও ৩) এ ছায়রা বানু (বক), ছন্দা রাণী ঘোষ (মাইক), রিংকু রাণী দাশ (বই)।
সংরক্ষিত ওয়ার্ড -২ (সাধারণ ৪.৫ ও ৬) এ হোসনেয়ারা বেগম (হেলিকপ্টার), রেবেকা বেগম (বই), নারগীছ বেগম (মাইক)।
সংরক্ষিত ওয়ার্ড -৩ (সাধারণ ৭.৮ ও ৯) এ শিরিনা খাতুন (হেলিকপ্টার), মজ্ঞুয়ারা বেগম (ক্যামেরা), শাম্মী আক্তার (বই) ও মমতাজ পারভীন (মাইক)।
সাধারণ ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী প্রতিক পেলেন যারা-
সাধারণ ওয়ার্ড -১ এ বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মফিদুল ইসলাম (মোরগ), মোঃ জামিরুল ইসলাম (টিউবঅয়েল) ও হুমায়ুন কবির (তালা)।
সাধারণ ওয়ার্ড -২ এ মোঃ মজিবর রহমান (মোরগ), আব্দুর রহমান (বল), আবু তালেব (টিউবঅয়েল)।
সাধারণ ওয়ার্ড -৩ এ আব্দুল গণি সরদার (মোরগ), আব্দুস সামাদ মোড়ল (টিউবঅয়েল)।
সাধারণ ওয়ার্ড -৪ এ আরিকুল ইসলাম (আপেল), সেলিম মোড়ল (ফুটবল), রুহুল কুদ্দুস (টিউবঅয়েল), আজিজুল ইসলাম (তালা), আবুল হাসান (মোরগ) ও মালেক সরদার (বৈত্যুতিক পাখা)।
সাধারণ ওয়ার্ড -৫ এ সোহাবার উদ্দীন বিশ্বাস (মোরগ), অজয় মণ্ডল (টিউবঅয়েল) ও কওছার আলী মোড়ল (ফুটবল)।
সাধারণ ওয়ার্ড -৬ এ মোস্তাফিজুর রহামান (মোরগ), আব্দুর রাজ্জাক (ঘুড়ি), আঃ হামিদ বিশ্বাস (ফুটবল), শেখ আলাউদ্দীন (টিউবঅয়েল) ও মহাদেব হোড় (তালা)।
সাধারণ ওয়ার্ড -৭ এ শহিদুল ইসলাম (টিউবঅয়েল), শেখ আব্দুল হাই (তালা), শেখ মফিজুল ইসলাম (ফুটবল) ও মোঃ শফিকুল ইসলাম (মোরগ)।
সাধারণ ওয়ার্ড -৮ এ মোঃ সোহাবার হোসেন (মোরগ), হাবিবুর রহমান হবি (বল), মিঠুন সরদার (তালা) ও আব্দুল কুদ্দুস (টিউবঅয়েল)।
সাধারণ ওয়ার্ড -৯ এ লালমিয়া চৌধুরী (মোরগ), মোঃ মনিরুজ্জামান (টিউবঅয়েল), মোঃ সামছুর রহমান (বৈদ্যতিক ফ্যান), হায়দার আলী (ফুটবল) ও আবদার হোসেন (তালা)।