শিহাবুজ্জামান,বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৬০ পিস ইয়াবা ও ২০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (২৩জুলাই) রাতে সাতক্ষীরা সদর থানার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ও আসামী গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো শ্যামনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোঃ শামছুর আলীর ছেলে মোঃ ইউনুস গাজী (৩১) ও একই উপজেলার কৈখালী, কারিকর পাড়ার মোঃ আব্দুস সাত্তার এর ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৯)।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী অফিস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোহাম্মদ শরীফুল আহসান এর নেতৃত্বে সাতক্ষীরা বাইপাস রোডের মথুরাপুর গ্রামের উত্তর পাশে জনৈক চান্দু মিয়া এর মুদির দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় উক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়। এবং সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬০ পিস ইয়াবা, ২০ পিস ফেন্সিডিল এবং নগদ ২ হাজার টাকা। আসামীদের সাতক্ষীরা সদর থানায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় ৫৭ নং মামলা হয়েছে।