আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দুইজন মাদক সেবনকারীকে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকালে আশাশুনি থানার এসআই জাহাঙ্গীর সেলিম, এসআই জাহাঙ্গীর হোসেন ও সঙ্গীয় ফোর্স আশাশুনিতে কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষে আনুলিয়া ইউপি এলাকায় চেকপোষ্ট ডিউটি করাকালীন সময়ে মাদক সেবন করে মোটর সাইকেল চালানোর সময় আনুলিয়া গ্রামের গফ্ফার গাজীর ছেলে রুবেল গাজী ও এমান গাজীর ছেলে আজগর গাজীকে আটক করেন। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে মাদক সেবন করে মোটর সাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন ২০১৮ আইনের ৯২(১) এর ৪৯ ধারা লঙ্ঘন করায় উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১টি মামলায় দুইজনকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করেন।