আশাশুনি প্রতিনিধি: সারাদেশের ন্যায় আশাশুনি উপজেলায় পুনরায় করোনা টিকাদান শুরুর ৮ম দিনে ৩৬৫ জনকে টিকা দেওয়া হয়েছে। রবিবার আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমে পরিচালনা করা হয়। সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত টিকা প্রদান করা হয়। পূর্বে নিবন্ধনকৃত ও চলতি নিবন্ধনকরা ব্যক্তিরা টিকা গ্রহন করেন। এনিয়ে ২য় দফায় ৮ম দিনে ৩৬৫ জনসহ সর্বমোট ১৮৪২ জন টিকা গ্রহন করলো।