স্টাফ রিপোর্টার: রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব দিলসাদ বেগম মহোদয়ের নির্দেশনায় ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সূবর্ণা রাণী সাহা মহোদয়ের তত্ত্বাবধানে আজ ২৬ জুলাই, ২০২১ তারিখে করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নের উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাবিবুল্লাহ কর্তৃক রাজবাড়ী সদরের প্রধান সড়ক, নতুনবাজার, গোদার বাজার, ওড়াকান্দা, বিনোদপুর, বড়পুল, মুরগির ফার্ম, মাটিপাড়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় বিকাল ৪টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করার জন্যে ৬টি মামলায় সর্বমোট ৫,৪০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন সূর্য্য কুমার প্রামাণিক (জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস, রাজবাড়ী) এবং রাজবাড়ী সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।সরকারি নির্দেশনা মেনে চলুন, মাস্ক পরিধান করুন, সুস্থ থাকুন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করুন। জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।