ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজোর বাকালি পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজ বাড়িতে অসুস্থবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহে…রাজেউন) তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তিনি ২ স্ত্রী, ৪ ছেলে ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এদিন বিকাল ৫:১৫ মিনিটে তার রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন হয।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) ইদ্রজিৎ সাহা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বাচোর ইউনিয়ন আ’লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম ও থানা পুলিশসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে স্থানীয় মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কোবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।