নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই আগামী কাল ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। পৃথিবী যুদ্ধের নয়, বিচ্ছেদের নয়, সহিংসতার নয়, ভালোবাসারই জয় হয়েছে সবসময় এমন চিরন্তন প্রেমের মহিমায় সারাবিশ্বে পালিত হবে দিবসটি। ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন’স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল।
অতঃপর
লে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইন’স স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন’ দিবস ঘোষণা করেন। সেই থেকে শুরু ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে ভালোবাসা চিরন্তন চলে আসছে অনন্তকাল থেকে চলবে অনাদিকাল পর্যন্ত। এমনটাই যেন লেগেছে নাভারনের ঝিকরগাছার গদখালীর গোলাপ গ্রাম এলাকায়। বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ই ফেব্রুয়ারি কে সামনে রেখে চলছে ফুল চাষীদের ব্যস্ততা। বিভিন্ন স্থানে বসেছে ফুলের দোকান। চড়া দামে বিক্রি হচ্ছে গোলাপ ফুল। একর থেকে একর জমিতে চাষ করছে গদখালীর ফুলচাষীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমাচ্ছে মানুষ গদখালীর গোলাপ গ্রামে।
এই ফুল পৌঁছে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। একজনের সাথে কথা হয় তিনি জানান, তারা প্রেম করে বিয়ে করেছেন, তাদের বিয়ের বয়স ২২বছর তারা বলেন ভালোবাসার কোন রং নেই। আমি আজও সেই অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি। বছর শেষে একটি দিন ১৪ই ফেব্রুয়ারি আমি এই দিনেই তার প্রেমে পড়েছিলাম। আর এই ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আমার কাছে একটি বিশেষ দিন। বিশ্ব ভালোবাসা দিবস কে ঘিরে যুগলদের মাঝে চলছে নানা প্রস্তুতি অনেক ব্যস্ততা। নিজের মনের মানুষ কে তার সামনে নতুন করে ভালোবাসা নিবেদনের একটি দিন।