স্টাফ রিপোর্টার: রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব দিলসাদ বেগম মহোদয়ের নির্দেশনায় ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সূবর্ণা রাণী সাহা মহোদয়ের তত্ত্বাবধানে আজ ২৮ জুলাই, ২০২১ তারিখে করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে পাংশা উপজেলার কলেজ মোড়, কাঁচা বাজার, পুরাতন হাট, মইশালা, সরদার মোড়, পৌর বাজার, কালি বাজার, দর্গার মোড় এবং সদর উপজেলার নতুন বাজার, বাংলাদেশ হাট, কালুখালী মোড়, আফরা বাজার, বেলগাছি বাজার ইত্যাদি বিভিন্ন এলাকায় সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহা: জাহাঙ্গীর আলম বাবু। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বিজিবির সদস্যবৃন্দ।
সরকারি নির্দেশনা মেনে চলুন, মাস্ক পরিধান করুন, সুস্থ থাকুন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করুন। জনস্বার্থে এ অভিযান চলবে।