স্টাফ রিপোর্টার: বরগুনা আমতলীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটঃ মোঃ নাজমুল ইসলাম সহকারী কমিশনার(ভূমি), আমতলী, বরগুনা পৌরসভার আমতলী চৌরাস্তা, ছুরিকাঁটা বাজার। ০৪ টি মামলায় ৫হাজার ৬০০শত টাকা অর্থদন্ড করেন।
পৌরসভায় নানা অজুহাতে অটোরিকশা চলাচল করছে। একটি কাপড়ের দোকান সুবর্না ক্লোথ ষ্টোর খোলা রাখার অভিযোগে ৫০০০/- জরিমানা করা হয়েছে। অপরদিকে পৌরসভার হোটেল ডিলাক্স ও ইসলামিয়া
হোটেলে অভিযান চালায়। হোটেলের লাইসেন্স সহ কাগজপত্র দেখেন। কোন অনৈতিক কাজ করলে কঠোর ব্যবস্হা গ্রহন করবেন বলে জানান। তিনি সরকারী স্বাস্থ্য বিধি আইন মানতে সকলকে আহ্বান করেন।