নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে বছর ঘুরে রঙীন উৎসব দোল আজ। গৃহবাসীর দ্বারে করাঘাত করছে। উৎসব এবং ইভেন্ট আজ বসন্তে উৎসব, রঙের আবেশে প্রিয়জন সহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বাংলাদেশ টাইমস পরিবার।
দেখতে দেখতে বছর ঘুরে রঙীন উৎসব দোল আজ গৃহবাসীর দ্বারে করাঘাত করছে। ফাগুন হাওয়ায় মন উড়ে যায় ফুলের মেলায়। এমন রঙীন বসন্ত মহামারীর যন্ত্রণাকে ভুলিয়ে আনন্দে মেতে ওঠার আহ্বান জানায়। বড়দের পায়ে আবীর দিয়ে শুরু হোক রঙীন উদযাপন।
দোল পূর্ণিমার আজ বসন্তে উৎসব, রঙের আবেশে সবাইকে তাই দোল উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বাংলাদেশ টাইমস পরিবার।