নিজস্ব প্রতিবেদন: রাত পোহালেই নতুন একটি বছর বাংলা ১৪২৯ বঙ্গাব্দ। বৈশাখ আমন্ত্রণে পশ্চিম আকাশে চৈত্রর শেষ সূর্য আর কিছু সময় পরেই পুরানো বছর ১৪২৮ বঙ্গাব্দকে নিয়ে হারিয়ে যাবে মহাকালের গর্ভে। রাতের আধাঁর শেষে সূর্যদয়ের মধ্য দিয়ে শুরু হবে নতুন বছর ১৪২৯। এ যেন পুরানো বছরের বিদায়ের সুরে নতুন বছরের আগমনী গান। আবাহমান কাল ধরে নববর্ষ বরণ এখন বাঙ্গালীর প্রাণের উৎসব। নতুন বছরের শুরুতে সকল অমঙ্গল বিনাশের প্রার্থনায় প্রতি বছরের ন্যায় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেবে।
পুরোনো বছরে সকল দুঃখ, জরা, ক্লান্তি, গ্লানি ভুলিয়ে সাম্প্রদায়িক অপশক্তি বিনাশের স্বপ্ন দেখায় পহেলা বৈশাখ। সকল সংকটকে পাশ কাটিয়ে একটি অসম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণের প্রত্যয় জোগানো বৈশাখ আবারো হাজির বাংলার দোরগোড়ায়। রাত পোহালেই বাঙ্গালীজাতি মেতে উঠবে স্বার্বজনীন এই উৎসব বরণে। রমনার এই বটমূলে গাওয়া হবে বৈশাখের গান। আবাহন করা হবে বৈশাখকে। বেজে উঠবে সুর এসো হে বৈশাখ এসো এসো।