নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরী ও নোংরা পরিবেশে সংরক্ষণ এবং অবৈধ রং মিশিয়ে গুঁড়া হলুদ তৈরি করা হচ্ছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সৈয়দপুর শহরের শেরেবাংলা রোডে আক্তার অ্যান্ড সন্স নামের একটি হলুদ গুঁড়া মসলা তৈরির কারখানায় অবৈধ রং মিশিয়ে গুঁড়া হলুদ তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ও নোংরা পরিবেশে লাচ্ছা সংরক্ষণের অভিযোগে সৈয়দপুর উপজেলার কামার পুকুরের জনতা ফুড প্রডাক্ট নামের একটি লাচ্ছা সেমাই কারখানায় অভিযান পরিচালনা ৮ হাজার টাকা এবং শহরের নিয়ামতপুরের একটি সেমাই কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মো. সামছুল আলম। অভিযানে সৈয়দপুর থানা পুলিশ সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।