বিশেষ প্রতিনিধি: প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরার তালা উপজেলায় এক কলেজছাত্রকে নির্যাতনের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ এপ্রিল) বিকেলে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত সোমবার তাকে উপজেলা ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। একইসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কাছে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ছাত্রলীগ নেতা আকিবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনার ডুমুরিয়া বাজার থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে আকিবকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রোববার বিকেলে তালা সরকারি কলেজ ছাত্রাবাসের একটি কক্ষে ওই কলেজছাত্রকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় সোমবার থানায় একটি মামলা রেকর্ড করা হয়।