বিশেষ প্রতিনিধি: সতর্ক বার্তা দৈনিক বাংলাদেশ টাইমস পরিবারের পক্ষ থেকে, পরিবারের সাথে যারা ঈদ উদযাপন করার জন্য বাড়িতে যাচ্ছেন?
১) যাত্রায় মোটরসাইকেল ব্যবহার করবেন না।
২) অপরিচিত লোকজনের সাথে সিএনজি বা মাইক্রোবাসে উঠবেন না।
৩)রাত্রে যাত্রা বিরতি এক যান থেকে অন্য যানে উঠার বিরতির ক্ষেত্রে টার্মিনালের স্টান্ডেই অবস্থান করুন।
৪)যাত্রাপথে বাইরের খাবার পরিহার করুন।
৫)অযথা ঝুকি নিবেন না।
৬)অধিক যাত্রী হয়ে যানবাহনে উঠবেন না।
আপনার যাত্রা শুভ হোক, অগ্রিম ঈদ মোবারক।
একটু সচেতনতাই আপনাকে রক্ষা করতে পারে বড় বিপদের হাত থেকে সর্বদা সজাগ থাকুন ঈদ যাত্রা শুভ হোক ধন্যবাদ।