খুলনা ব্যুরো: খুলনার পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আঃ সালামের মৃত্যুতে কয়রা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
কয়রা সাংবাদিক ফোরামের আহবায়ক সিরাজুদ্দৌলা লিংকন ও সদস্য সচিব তারিক লিটু স্বাক্ষরিক একটি শোক বার্তায় সাংবাদিক আঃ সালামের অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিক আঃ সালাম একজন দক্ষ গণমাধ্যমকর্মী হিসেবে পরিচিত ছিলেন। দক্ষ ও যোগ্য সংগঠক এবং সংবাদকর্মী আঃ সালাম মৃত্যুতে একজন নিবেদিত সাংবাদিক ও সৎ মানুষকে হারালো। তিনি একজন সংবাদকর্মী এবং সাংবাদিক নেতা হিসেবে গণমাধ্যম কর্মীদের স্বার্থে এবং সাধারণ মানুষের কল্যাণে সারাজীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সহকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক আঃসালাম গণমাধ্যম কর্মীদের দুঃসময়ে আস্থার প্রতীক হিসেবে কাজ করেছেন।’
উল্লেখ্য, সাংবাদিক আঃসালাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল নয়টায় মৃত্যু বরণ করেন।