খুলনা ব্যুরোঃ খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের কপোতাক্ষ নদীর চরে বাগালী গ্রামে নির্মিত লালুয়া বাগালী মোজাদ্দেদিয়া ( পানজাখান) মসজিদের মকতবের ছাএ- ছাএীর মাঝে কেরাত ও গজল প্রতিযোগিতা ৩১ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে। মসজিদটি ৬ শতক জমিতে অবস্থিত, টিনের বেড়া, ও টিনের ছাউনি। উক্ত কেরাত ও গজল প্রতিযোগীতায় অএ মসজিদের সভাপতি মোঃ শামসুর রহমান সানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খুলনা মেম জসিম স্কুলের শিক্ষক মাওঃ আলহাজ্ব মোঃ ওহিদুল্লাহ সানা,বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ কাদের সানা, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিলন সানা, সমাজ সেবক আমজাদ হোসেন সানা তরুণ সমাজ সেবক মোঃ আকবর হোসেন সানা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন অএ মসজিদের মুসুল্লিবৃন্দ, এলাকাবাসী, এসময় কেরাত ও গজল প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
এলাকাবাসী মসজিদ কমিটির কাছে প্রতিবছর কেরাত ও গজল প্রতিযোগীতার কারার জন্য দাবী জানিয়েছেন। এবং সচেতন মহল এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।