বিশেষ প্রতিনিধি, খুলনা:
কয়রায় গাইনীন ও শিশু বিষয়ে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প ১০ ই জুন শনিবার সকাল ১০ টায় উন্নয়ন প্রচেষ্টার বাগালী শাখার আওতায় বামিয়া কমিউনিটি ক্লিনিকে গাইনি ও শিশু বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পে আয়োজন করা হয়েছে।
উক্ত স্বাস্থ্য ক্যাম্পে রোগী দেখেন খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, সংস্থার প্রতিনিধি ( টিও – নিউট্রেশন) মোঃ আব্দুল মতিন, এরিয়া ম্যানেজার মোঃ মহিবুল্লাহ ফকির, এটিও নিউট্রশন সোহেল আমান,পারুল আক্তার, প্রমুখ।
উক্ত স্বাস্থ্য ক্যাম্পে মোট ৮৭ জন রোগীকে বিনামূলের স্বাস্থ্যসেবা ও নেপকিন প্রদান করা হয়েছে।