বিশেষ প্রতিনিধি, খুলনা:
খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ডেইলি অবজারভার পত্রিকার তেরখাদা উপজেলা প্রতিনিধি এসএম বাসিতুল হাবিব প্রিন্সের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও সন্ত্রীদের গ্রেপ্তারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকরা । বিবৃতি দাতারা হলেন দৈনিক সমকাল পত্রিকার শেখ হারুন অর রশিদ, দৈনিক ইনকিলাব পত্রিকার মােস্তফা শফিকুল ইসলাম, দৈনিক দেশের কন্ঠ ও দৈনিক পৃর্বাঞ্চল পত্রিকার সদর উদ্দিন আহমেদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার মােহাঃ হুমায়ুন কবির, ডেইলি অবজারভার ও দৈনিক আমাদের সময় পত্রিকার শেখ মনিরুজ্জামান (মনু), দৈনিক যুগান্তর ও প্রবাহ পত্রিকার মােঃ রিয়াসাদ আলী, দৈনিক প্রথম আলাে পত্রিকার ইমতিয়াজ উদ্দিন, দৈনিক ভােরের কাগজ ও জন্মভুমি পত্রিকার শেখ সিরাজুূ্দৌলা লিংকন, দৈনিক কালের কন্ঠ ও পৃর্বাঞ্চল পত্রিকার ওবায়দুল কবির সম্রাট, দৈনিক আলােকিত বাংলাদেশে ও দৈনিক অনির্বান পত্রিকার শহিদুল্যাহ শাহিন, দৈনিক আজকের পত্রিকার কামাল হােসেন, পল্লী টিভির শাহিদুল ইসলাম, কােয়ালিটি টিভির জিএম নজরুল ইসলসম, দৈনিক খুলনার প্রতিনিধি শাহাজান সিরাজ, দৈনিক দর্পন পত্রিকার তারেক লিটু, দৈনিক সময়ের খবরের আল আমিন হােসেন, দৈনিক পত্রদুত পত্রিকার রিয়াজুল আকবর লিংকন প্রমুখ। নেতৃবৃন্দ সাংবাদিক এসএম বাসিতুল হাবিব প্রিন্সের উপর হামলা কারী সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান।