পাইকগাছা প্রতিনিধি: খুলনা জেলা পাইকগাছা উপজেলার রাড়ুলি আর,কে,বি,কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউটশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
আজ রবিবার ১৫ই আগস্ট সকাল ১০ টায় কলেজের হল রুমে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে রাড়ুলি আর,কে,বি,কে,হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশনের অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে এ আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ইমতিয়াজ হোসেন, আব্দুল মাজেদ সরদার, পিজুষ কুমার ঘোষ, সমাপ্তি মিস্ত্রী,রবিউল ইসলাম, প্রভাষক তরুণ কুমার দাশ, অসীম কুমার সরকার, মো. আব্বাস আলী, মো. মাহমুদ হাসান, নিতীশ চন্দ্র মল্লিক, কার্তিক মন্ডল, আব্দুল গফ্ফার ব্যাপারী, নিবেদিতা মন্ডল, আঃ রাজ্জাকসহ কলেজ এবং স্কুলের অনন্য শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীরা।
আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মো. আঃ কাদের। এরপূর্বে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।