সাগর বিশ্বাস,পাইকগাছা প্রতিনিধি: খুলনা জেলার পাইকগাছা উপজেলার সর্বাত্বক লকডাউন কার্যকর করতে সেনা অভিযান অব্যাহত রয়েছে। থানা পুলিশ ও অন্যান্য সংস্থার পাশাপাশি সেনাবাহিনী প্রশাসনের নির্দেশনায় প্রতিদিন এলাকায় টহল দিচ্ছে।
তারা পৌর সদর সহ বিভিন্ন ইউনিয়নে সেনা টহল অব্যাহত রাখে।উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার হকের নেতৃত্বে সেনা অভিযান পরিচালনা করা হয়।
এদিকে সেনা অভিযান চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় কয়েকজনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার প্রতুল জোয়াদ্দার।