অনলাইন ডেক্স: ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা সহ সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়তে রাজি নয় বেশ কয়েকটি লিগের ক্লাব। যে কারণে ব্রাজিল ফুটবল ফেডারেশন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য আরো নয় ফুটবলারকে জাতীয় দলে ডেকেছে।
গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর আর মাঠে নামা হয়নি ব্রাজিল জাতীয় দলের। অবশেষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে আগামী ২ সেপ্টেম্বর মাঠে ফিরছে তিতের শিষ্যরা। চিলি, আর্জেন্টিনা ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল তিতে। কিন্তু যুক্তরাজ্যের লাল তালিকায় থাকা দেশ গুলার জন্য খেলোয়াড় ছাড়তে রাজি নয় ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগার ক্লাব গুলা।যে কারণে আরো নয় ফুটবলারকে জাতীয় দলের জন্য ডেকেছেন তিতে। তারা হলেনঃ গোলরক্ষক এভেরসন, দুই ডিফেন্ডার সান্তোস ও মিরান্দা, তিন মিডফিল্ডার এদেনিলসন, মাতেউস নুনেস ও জের্সন এবং তিন ফরোয়ার্ড হাল্ক, ভিনিসিউস জুনিয়র ও মালকম।
ইপিএল ও লা লিগা যদি তাদের সিদ্ধান্তে অটুট থাকে তবে ব্রাজিল পাবে না ম্যান ইউর ফ্রেড, লিভারপুলের এলিসন বেকার, ফ্যাবিনহো,ফিরমিনহো, চেলসির থিয়াগো সিলভা, এভারটনের রিচার্লিসন, লিডস ইউনাইটেডের রাফিনিয়া, রিয়াল মাদ্রিদের ক্যাসেমিরো, মিলিতাও সহ নতুন ডাক পাওয়া ভিনিসিয়াস জুনিয়র।