1. admin@dainikbangladeshtimes.com : rony :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আমলকি খাবেন কেন? ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল ধাক্কায় পথচারীর নিহত। ডিবি থেকে হারুনকে বদলি পাটকেলঘাটা বাজারে জলাবদ্ধতা সমাধানে পরিদর্শন করলেন এমপি ফিরোজ আহমেদ স্বপন “তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ” জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী আজ পাটকেলঘাটায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতাসহ আটক ৪ নগরঘাটা ইউনিয়নবাসীর পক্ষে ফিরোজ আহমেদ স্বপন ও লায়লা পারভীন সেঁজুতি এমপিকে সংবর্ধনা আশাশুনির সাংবাদিক বাহাবুল সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত রাসেল ভাইপারে আতঙ্কিত নয়, সচেতনতায় বেশি প্রয়োজন

তরুণদের প্রথম পছন্দ হয়ে উঠছে ভিভো ওয়াই সিরিজের স্মার্টফোন

সাংবাদিক নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তরুণদের নজর কাড়ছে ভিভো’র ওয়াই সিরিজ, বিশ্বজুড়ে ভিভো স্মার্ট ফোনের ওয়াই সিরিজে মেতেছে তরুণরা। বাংলাদেশের বাজারে গত এক দশকে দ্রুত বেড়েছে মোবাইল ফোনের বাজার। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনসের (জিএসএমএ) প্রতিবেদন অনুযায়ী মোবাইলের জন্য বাংলাদেশ হচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পঞ্চম বৃহত্তম মার্কেট। আকর্ষণীয় পারফরম্যান্স, দুর্দান্ত ক্যামেরা ফিচারসহ বিভিন্ন স্মার্ট অভিজ্ঞতা পেতে দেশের তরুণরা মোবাইল প্রযুক্তির দিকে আরও বেশি করে ঝুঁকছে প্রতিনিয়ত।

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো’র ওয়াই সিরিজের স্মার্টফোন ভোক্তাদের মধ্যে বিশেষ করে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়। সামর্থের মধ্যে দাম; পাশাপাশি অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ভিভো ওয়াই সিরিজ নজর কেড়েছে বেশ।

ওয়াই সিরিজের অনন্য দিক
ভিভো ওয়াই১এস : পুরানো ফিচার ফোন বদলে যারা স্মার্টফোন ধরছেন তাদের জন্য ভিভো ওয়াই১এস দারুণ একটি স্মার্টফোন। ২ জিবি র‌্যাম, ৩২ জিবি রম এবং ৪০৩০ মিলিএম্পিয়ার ব্যাটারির সমন্বয়ে স্মার্টফোনটি দীর্ঘ সময় ব্যবহারের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা দেয়। অ্যান্ড্রয়েড ১০ এর ওপর ভিত্তি করে ভিভো ওয়াই১এস চলে ফানটাচ ওএস ১০.৫ এর মাধ্যমে; যা স্মার্টফোনটিকে ব্যবহার করা অনেক সহজ করেছে। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার এই স্মার্টফোনটি গ্রাহককে এআই ফটোগ্রাফির চমৎকার অভিজ্ঞতাও দেবে।

ভিভো ওয়াই১২এস : যারা সামর্থের মধ্যে স্মার্টফোনের একটু পরিবর্তন চান তাঁদের পছন্দের স্মার্টফোন ওয়াই১২এস। সাধ্যের মাঝে থাকা এই স্মার্টফোনটি বেশ আকর্ষনীয়। স্মার্টফোনটি আনলক করার জন্য আছে ‘ফেইস আনলক‘ এবং ‘সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট’, যা দেয় অধিক নিরাপত্তার দৃঢ় নিশ্চয়তা। ভিভো ওয়াই ১২ এসে আছে দুইটি ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার পাশাপাশি আছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা যা দেবে সুন্দর ছবি তোলার অনন্য অভিজ্ঞতা। সাথে রয়েছে এইচডি রেজুলেশনের পাশাপাশি ‘হালো ফুলভিউ’ ডিসপ্লে, যা ছবি বা মুভি দেখার আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

ভিভো ওয়াই ২০ (২০২১) : গেমারদের জন্য ভিভো ওয়াই২০ নিঃসন্দেহে প্রথম পছন্দ। ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রমের সমন্বয়ে স্মার্টফোনটি দেয় নিরবিছিন্ন গেমের দারুণ অভিজ্ঞতা। এই স্মার্টফোনেটিতেও আনলক করার জন্যে রয়েছে ‘সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট’ স্ক্যানার। স্মার্টফোনটিতে আছে ‘এআই ট্রিপল ম্যাক্রো ক্যামেরা’।

১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি আছে ২ মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ক্যামেরা।

ভিভো ওয়াই ২০জি: ভিভো ওয়াই২০জি’-তে হেলিও জি৮০ গেমিং প্রসেসরের পাশাপাশি আছে ৬ জিবি র র‌্যাম এবং ১২৮ জিবি রম যা দীর্ঘ গেমিং সেশনের এক্সসিলেন্ট এক্সপেরিয়েন্স দেয়। এতে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৮ ওয়াট ফার্স্ট চার্জিং টেকনোলজি। তরুণদের বিশেষ পছন্দ এর আলট্রা গেম মোড । পাশাপাশি এর অসাধারণ ‘অডিও ইফেক্ট ’ গেমিংয়ের শব্দকে বাস্তবের মত প্রাণবন্ত করে তোলে।

ভিভো ওয়াই ৫১: ক্যামেরা প্রযুক্তির জন্য দুর্দান্ত ভিভো ওয়াই ৫১’তে আছে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সাথে ‘এআই ট্রিপল ক্যামেরা’ সেট আপ। যেখানে আছে আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, সুপার ম্যাক্রো ক্যামেরা এবং সুপার নাইট ক্যামেরা। এর সুপার নাইট ক্যামেরা ‘মাল্টিপল ফ্রেম নয়েজ ক্যানসেলেশন অ্যালগরিদম’ ব্যবহার করে যার মাধ্যমে স্বল্প আলোতেও সুন্দর ছবি উঠে। এতে আছে চার সেট স্টাইলিশ নাইট ফিল্টার। ভিভো ওয়াই৫১’তে আছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৮ ওয়াট ফার্স্ট চার্জিং টেকনোলজি যা দেবে গ্রাহককে একটি স্মার্টফোন ব্যবহারের সর্বোচ্চ আনন্দের অভিজ্ঞতা।

ভিভো ওয়াই ৫৩এস: সম্প্রতি বাংলাদেশে যাত্রা শুরু করেছে ভিভো ওয়াই৫৩এস। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারির পাশাপাশি আছে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং টেকনোলজি যা কন্টেন্ট ক্রিয়েটর আর পেশাদার ফটোগ্রাফারদের জন্য খুবই উপযুক্ত। এতে আছে আই অটোফোকাস ফিচার যা ক্লিয়ার ফটোগ্রাফির অভিজ্ঞতা দেয়। ভিভো ওয়াই৫৩এস এ আছে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা যা ক্লিয়ার ও দুর্দান্ত ছবি তোলার অসাধারণ আনন্দ দেয়।

ভিভো ওয়াই সিরিজ দিয়ে বাজেটের মধ্যে উন্নত ফিচার ও নতুন উদ্ভাবন এনেছে যা ভিভো’র মূল দর্শনের সাথে সম্পূর্ণ মানানসই। আর ভিভো’র দর্শন “গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন”।

এই সংবাদ টি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
আমাদের এই খানে প্রকাশিত সংবাদ সম্পুর্ন আমাদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া। কোনো প্রকার মিথ্যা নিউজ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না সম্পুর্ন দায়ী থাকবে নিউজ প্রেরণ কারী সাংবাদিক।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It
error: Content is protected !!