খেলাধুলা ডেস্ক: জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া হয়ে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুম্যাচ। বাংলাদেশ দাপট দেখিয়েছে অন্যরকম ভাবেই। তৃতীয় ম্যাচে এসে মিইয়ে গেছে গত কয়েক মাসের চেনা পরিস্থিতি। ৭৬ রানে অলআউট হওয়া সেই পরিস্থিতি থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে মরিয়া, ভালো জানা কিউইদের। জবাব দিতেও তৈরি তারা। সফরকারী দলের কোচ গ্লেন পকন্যাল মঙ্গলবার বলেছেন, বাংলাদেশের জবাব দিতে প্রস্তুত তারা। এটা জেনেই যে ঘরের মাঠ সবসময়ই দুর্দান্ত এক দল টিম টাইগার্স।
‘দেশের মাটিতে তাদের রেকর্ড দুর্দান্ত, শুধু আমাদের বিপক্ষে নয়, সব দলের বিপক্ষেই। ওভাবে হারার পর তারা শক্তভাবেই ঘুরে দাঁড়াতে চাইবে। আমরাও প্রস্তুত, তাদের পাল্টা জবাব দেয়ার জন্য। আগুনের জবাবে আমরাও আগুন দিয়েই লড়বো।’অজিদের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতের পর হেরেছিল টাইগাররা। কিউইদের বিপক্ষে হেরেছে তৃতীয় ম্যাচে। কোনোভাবে যদি চতুর্থ ম্যাচ হাতছাড়া হয়ে যায়, শেষ ম্যাচে বড় পরীক্ষাই অপেক্ষা করবে।নিউজিল্যান্ড চায় তেমনই, তার আগে চতুর্থ ম্যাচ পকেটে পুরতে চায়।‘আজ ২-২ করতে পারলে শেষ ম্যাচের ভাবনা থাকবে। ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
এটা দারুণ একটা ব্যাপার হবে, অনেক কিছুই পাওয়ার আছে আমাদের।’মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার বিকল ৪টায় মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের চতুর্থ টি-টুয়েন্টি। সিরিজে এখন ২-১এ এগিয়ে স্বাগতিকরা।