সাগর বিশ্বাস,পাইকগাছা উপজেলা প্রতিনিধি: খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলীর পূর্ব মালো পাড়ার ০৩ নং ওয়ার্ডের কপোতাক্ষের তীরে বসাবসরত মালোপাড়ার মানুষরা চরম দূর্ভোগের স্বীকার হচ্ছে।
প্রতিবছর নদী ভাংগনের কারণে নদী পার্শ্ববর্তী এলাকার মানুষের গৃহহীন হয়ে বিভিন্ন আশ্রয়নে নতুন ঠিকানা তৈরী হচ্ছে প্রতিবছরের মত এবছরও একই অবস্থা বিরাজ গতকাল মনিদ্র বিশ্বাসের বসবাসের একমাত্র ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে আংশিক, তবে তার পরিবারের পাঁচ সদস্য এখন চরম শঙ্কায় রয়েছেন। এই মালো পাড়ায় প্রায় ৪০-৫০ পরিবার অত্যন্ত ঝুকির মধ্যে থেকে জীবন যাপন করছে।
কপোতাক্ষ নদীর তীর ঘেঁষে রাড়ুলী পূর্ব মালোপাড়া ইতিপূর্বে এম,পি মহাদয় ইউ,এন,ও,এসিল্যান্ড,চেয়ারম্যান,মেম্বার সহ অনেকে নদী ভাঙন পরিদর্শন করেন এবং গ্রামবাসীকে নদী ভাংগনের কবল থেকে রক্ষা করতে বালুর বস্তা বরাদ্দ করেন। কিন্তু প্রচুর বৃষ্টি ও নদী ভাংগনের কারণে সেগুলো আবারও আস্তে আস্তে নিচের দিকে সরে যাওয়ায় চরম দূর্ভোগের কবলে পরেছে গ্রামবাসী।
কর্তৃপক্ষের নিকট সবিনয় এলাকাবাসী পুনরায় আবারও দাবি যাহাতে দ্রুত কপোতাক্ষ নদের ভাংগনের কবল থেকে রক্ষা করার জন্য, নতুন বরাদ্দের ভিত্তিতে এই মালো পাড়ার মানুষকে নদী গর্ভে বিলীন হতে মুক্তির জন্য কর্তৃপক্ষের সদয় অবগতি হয়।