বিশেষ প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষ। অবশেষে আজ (বৃহস্পতিবার) ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। রিজার্ভ হিসেবে রাখা হয়েছে আরও দুজনকে।
দুপুর ১২টায় মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। সঙ্গী হিসেবে ছিলেন বাকি দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক। আইসিসির নিয়ম মেনে ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড দেবে বিসিবি। সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে থাকতে পারেন একাধিক ক্রিকেটার।
অধিনায়ক হিসেবে থাকছেন মাহমুদউল্লাহ। তামিমের অনুপস্থিতিতে তিন ওপেনার হিসেবে প্রত্যাশিতভাবে জায়গা হয়েছে নাঈম শেখ, লিটন দাস ও সৌম্য সরকার। ব্যাটিংয়ে মুশফিকুর রহিম, নুরুল হাসান, আফিফ হোসেন। সঙ্গে সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী।
অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের সঙ্গী মোহাম্মদ সাইফউদ্দিন-শেখ মেহেদী হাসান। স্পিন ডিপার্টমেন্টে নাসুম আহমেদ। পেস বোলিংয়ে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে আরব আমিরাতের উইকেট বিবেচনা করে বাড়তি স্পিনার খেলানোর চিন্তা করে রিজার্ভে সফরসঙ্গী করা হয়েছে লেগস্পিনার আমিনুল ইসলামকে। আর অভিজ্ঞতার বিচারে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন।
আগামী মাসের ১৭ তারিখ থেকে ওমানে হবে বিশ্বকাপের প্রথম পর্ব। এরপর আরব আমিরাতে মাঠে গড়াবে মূল পর্ব। ইতোমধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান-ভারতের মতো দলগুলো।
বিশ্বকাপ স্কোয়াড –
লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ।