ডেক্স নিউজ: কাউকে ভালোবাসলে, তার কাছে কখনো নিজেকে যোগ্য কিংবা আপনার সৌন্দর্য আছে তা প্রমাণ করতে যাবেন না। এমন অসংখ্য মানুষ আছে, যারা কেবল মানুষকে নয়, মানুষের অর্থ আর সৌন্দর্যকে ভালোবাসে৷
যদি কেউ আপনাকে ভালোবাসে, তাহলে তার কাছে নিজেকে একেবারে মধ্যবিত্ত সাধারণ মানুষ দাবি করবেন দেখবেন অর্থের লোভী মানুষগুলো, কোনো এক অজুহাত দেখিয়ে আপনাকে ছেড়ে চলে যাবে৷
মেসেনজারে কারো সাথে আপনার দীর্ঘদিন কথা হচ্ছে, সে আপনার কণ্ঠ আর কথাতে রীতিমতো মুগ্ধ প্রতিদিন আপনার ছবি দেখার জন্য আকুতি-মিনতি করছে, আপনি তাকে বুঝাছেন আপনি সুন্দরী নয়, প্রতিউওরে সে হয়তো বলবে, আমি তোমাকে ভালোবেসছি, তোমার সৌন্দর্যকে নয়!৷
সে কাকে ভালোবাসে সেটা বুঝানোর জন্য, আপনি যদি কোনো এক কালো মেয়ের ছবি দিয়ে, এইটা আপনার ছবি, তাকে বুঝাতে পারেন, সে যদি আপনার সৌন্দর্যকে
ভালোবেসে থাকে, তাহলে দেখবেন যে মানুষটা গভীর আগ্রহের সাথে, আপনার সাথে কথা বলতো রোজ, সে’ই মানুষটাই আর কখনো নিবে না, আপনার খোঁজ৷
ভালোবাসলেই হুট করে তাকে ভালোবাসবেন না, আগে দেখবেন মানুষটা, কতটা ভালোবাসার যোগ্য, একটু নিজেকে প্রশ্ন করবেন কেনো সে আমাকে ভালোবাসে? আপনাকে ভালোবাসার পিছনে তার স্বার্থ কী? যদি এইসব না ভেবেই কাউকে ভালোবেসে ফেলেন, তাহলে সারাজীবন প্রস্থাতে হবে, ভুল মানুষকে ভালোবাসার জন্য৷
সৌন্দর্য আর যোগ্যতা প্রকাশ করবেন না।
লেখা: বোরহান উদ্দিন।