কবিতা:
গ্রামের নাম অজো পাঁড়া বিকাল হলে পড়ে সাড়া,
বেকারদের মিলন মেলা তিন রাস্তার মোড়ে।
খাটের উপর আসর বসে সবাই এসে জোড়ে,
চায়ের কাপে ঝড় উঠে তুফান মেলার মতো,
সবাই বলে জবর খবর যুদ্ধে হয় রত।
হাটের খবর,
ঘাটের খবর রাজার খবর টানি,
ভোটের খবর নোটের খবর সব খবর আনি।
সব খবর আনছে ওরা বেকার সেনার দল,
এরাই দেশের সোনার ছেলে করছে কোলাহল।
কর্মহীন ধর্মহীন হায়রে সোনার ছেলে,
দেশমাতা ধন্য বটে এমন সোনা পেলে।
লেখক : প্রণব মন্ডল ।