কবিতা:বড় সুন্দর মাকাল ফল অতি মনোহরা,
ভেঙ্গে দিলে বুদবুদ
রস ছোটে ভিতরে পুরাই ভরা।
কাঁঠাল ফল কন্টকে ভরা ভিতরে মধুর কোষ,
সবাই তারে ভালোবাসে, দেয় না কেউ দোষ
উপর দেখে যায় না চেনা মাকাল রুপি জন
মুখোশ পরা ভদ্র অতি বদমাইশে লিপ্ত জন।
তেমন পোষাক নেইকো আবার অনেক সাধারণ
স্বচ্ছতার মনটি আছে সবার প্রিয় জন।
কলমে: লেখক প্রণব মন্ডল।