খুলনা প্রতিনিধি: খুলার ডুমুরিয়া উপজেলা আগামী ১১ নভেম্বর ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলার ১৪টি ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৭০ জন এবং সংরক্ষিত সদস্য ১’শ ৬৩ জন ও সাধারণ সদস্য পদে ৫’শ ৪৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন উপজেলা ক্যাম্পাস চত্বরে ছিলো প্রার্থী ও সমর্থকদের উপচে পড়া ভিড়।
নির্বাচন সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ধামালিয়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৪১জন, রঘুনাথপুর ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত সদস্য পদে ১৩, সাধারণ সদস্য পদে ৩৬জন, রুদাঘরা ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত ১৩, সাধারণ ৩৭জন, খর্ণিয়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত সদস্য ১৫জন ও সাধারণ ৪২জন, আটলিয়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত সদস্য ১১, সাধারণ সদস্য ৫২জন, মাগুরাঘোনা ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত সদস্য পদে১৪জন, সাধারণ সদস্য ৩৮জন, শোভনা ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ২জন, সংরক্ষিত সদস্য পদে ১৩জন, সাধারন ৪৩জন, শরাফপুর ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত সদস্য ১০জন, সাধারণ সদস্য ৩৪জন, সাহস ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত সদস্য পদে ১২জন, সাধারণ সদস্য ৪২জন, ভান্ডারপাড়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত সদস্য ৯জন, সাধারণ সদস্য ৪১, ডুমুরিয়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত সদস্য ১০জন, সাধারণ সদস্য ৩৮জন, রংপুর ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত সদস্য ১০ জন, সাধারণ সদস্য ৩৩জন, গুটুদিয়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত সদস্য ১০, সাধারণ সদস্য ৩৫জন, মাগুরখালী ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত সদস্য ১০জন, সাধারণ সদস্য ৩৩জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল হয়েছে।