বিশেষ প্রতিনিধি: গত দুই দিন ধরে প্রবল বৃষ্টিপাত ও হড়কা বানে ভারতের কেরালা রাজ্যের বেশি ভাগ যায়গায় জলমগ্ন। তার মধ্যে হড়কা বানে ভাসিয়ে নিয়ে গেছে প্রচুর ঘরবাড়ি ও গবাদিপশু। রেহাই পায়নি সাধারণ মানুষ।
এ পর্যন্ত সারা কেরালা রাজ্যের মৃত্যু হয়েছে মোট ২৫ জনের। তার শিশু আছে দুই জন। কেরালা রাজ্যের কোট্টায়ম মৃত্যু হয়েছে মোট ১৪ জনের। এবং অন্যান্য যায়গায় মৃত্যু হয়েছে আরো ৮ জনের।
কেরালা রাজ্যের মোট ১০৫ রিলিফ সেন্টার খোলা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কেরালার পরিস্তিতি নিয়ে খোঁজ নিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়নের কাছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার সরকার কে সবধরনের সহযোগিতা করার আস্বাস দেন। এবং কেরালার জলমগ্ন এলাকায় ভারতের সামরিক বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। তার সাথে যুক্ত হয়েছে ভারতের প্রকৃতিক বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
অন্যদিকে গতকাল থেকে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টিপাত দরুন বহু এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা জেলার হাওড়া ও হুগলি এবং পুরুলিয়া জেলা এবং বাকুড়া জেলা বিভিন্ন যায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে কলকাতা শহরের বহু এলাকায় জল জমতে শুরু করে দিয়েছে।
ভারতের দিল্লির মৌসুম ভবন থেকে বলা হয়েছে ভারত মহাসাগরের উপকূল বরাবর এলাকায় নিন্ম চাপ সৃষ্টি হয়েছে তার ফলে ভারতের কেরালা ও পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় ভারি বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে ভারতের রাজস্থান ও হরিয়ানা ও উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড রাজ্যের এবং উত্তরাখণ্ড রাজ্যের বহু যায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। এবং পশ্চিম বাংলার বঙ্গোপসাগর অবস্থিত নিন্ম চাপ সৃষ্টি হয়েছে।
যার ফলে ভারি বৃষ্টিপাত হবে। সাগরে মাছ ধরাতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ধীবরদের। এবং লাল সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে জেলা প্রশাসন ও সাধারণ মানুষের।।