বিশেষ প্রতিনিধি: শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে কপিলমুনি কলেজের উদ্যোগে শেখ রাসেলের শুভ জন্মদিন পালিত হয়েছে। এই উপলক্ষে স্বাস্হ্যবিধি মেনে বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ হাবিবুল্যাহ বাহার। পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ অন্তে সিনিয়র প্রভাষক এম এম সফিউল আলমের পরিচালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করেন উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সামাদ, সিনিয়র প্রভাষক বিষ্ণু পদ মন্ডল, প্রভাষক মোঃ আলতাফ হোসেন প্রমূখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব মুহাম্মদ শফিকুল ইসলাম।