আনোয়ারা প্রতিনিধি: “ববি হাজ্জাজের অঙ্গীকার দেশ হবে জনতার” এই স্লোগানের আলোকে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনডিএম আহবায়ক কমিটি কর্তৃক আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৪ টায় আনোয়ারা এনডিএম কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোঃ এমরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা (আনোয়ারা-কর্ণফুলী-পটিয়া ও সাতকানিয়া) নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে, মোঃ আরিফ মঈনুদ্দিনকে আহবায়ক এবং মোঃ জালাল উদ্দীনকে সদস্য সচিব করে আনোয়ারা উপজেলা এনডিএম এর ৮১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে মোঃ গিয়াসউদ্দিন টিপুকে আহবায়ক এবং মোঃ মিনহাজুল আবেদীনকে সদস্য সচিব করে কর্ণফুলী উপজেলা এনডিএম এর ৯১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
অপর দিকে মোঃ নেজাম উদ্দিন মনজুরকে আহবায়ক ও মোঃ রওশনুল আজম (তানজু) কে সদস্য সচিব করে সাতকানিয়া উপজেলা এনডিএম এর ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এদিকে মোঃ আলী আজমকে আহবায়ক ও মোঃ রাশেদুল ইসলামকে সদস্য সচিব করে পটিয়া উপজেলার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
সভায় স্থানীয় নির্বাচন, তৃণমূল পর্যায়ে দলমত নির্বিশেষে দলকে এগিয়ে নিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
আজ ২২ অক্টোবর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)’র প্যাডে চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক মোঃ এমরান চৌধুরী ও সদস্য সচিব মোঃ ইকবাল স্বাক্ষরিত অনুমোদন কপিতে বলা হয় প্রস্তাবিত এ আহবায়ক কমিটি আগামী ৯০ দিনের জন্য অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে সংগঠনের গঠনতন্ত্র কঠোরভাবে অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার আওয়াতাধীন সকল ওয়ার্ড ও ইউনিয়ন শাখার কাউন্সিল সুসম্পন্ন করে উপজেলা শাখার কাউন্সিল আয়োজন করার নির্দেশনা দেওয়া হয় অনুমোদিত কমিটিতে।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক মোঃ এমরান চৌধুরী বলেন, এই রাজনৈতিক দলের গঠনতন্ত্রে রয়েছে-বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ, স্বাধীনতার চেতনা ও জবাবদিহিতামূলক গণতন্ত্র। এই চার মূলনীতির উপর ভিত্তি করেই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এগিয়ে চলছে।