আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা তরণী সেন মিত্র পরলোকগমন করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
শনিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে সদর ইউনিয়নের বোয়ালগাঁও গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেলে সরকারের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়ে কফিনে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদন করে আনোয়ারা থানার একদল চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গার্ড অব অনার প্রদান করেন আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।
এসময় উপস্থিতি ছিলেন ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মান্নান, বিশিষ্ট সমাজসেবক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃবৃন্দরা।
পরে রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিকতা শেষে এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গ্রামবাসীর উপস্থিতিতে তাহার শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রয়াত মুক্তিযোদ্ধার মৃত্যুতে আনোয়ারার সাংসদ,ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেন।