বিশেষ প্রতিনিধি: আগামী ৬ই নভেম্বর খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন সফল করতে কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা নভেম্বর) বিকাল ৪টায় কয়রা সুন্দরবম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলহাজ্ব এ্যাডঃ শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু
প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশী ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এস এম হারুন অর রশিদ, এস এম জিয়াদ আলী, খায়রুল আলম, নির্মল বাবু, গণেশ মন্ডল, অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, শ্রমিকলীগ সভাপতি মাস্টার আব্দুল হালিম, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, কৃষক লীগের আহবায়ক, প্রফেসর শাহাবাজ আলী, যুবলীগনেতা শামীম সরকার, আকরামুল হক, এ্যাড. আরাফাত হোসেন, যুব মহিলালীগ এর সভাপতি সুমাইয়া ইয়াসমিন লতা, সাধারন সম্পাদক সুলতানা মিলি।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু তাহের প্রিন্স, জি এম আব্দুর রকিব, ফজলুল হক গাজী, জি এম আকতারুল ইসলাম সৌরভ, কাজল, শহিদুল ইসলাম, জেড এম হুমায়ুন কবির নিউটন, আনিসুর রহমান, হাফিজুর রহমান, মনি শংকর রায়, সোহাগ, জুলফিকার আলম, আসাদুল ইসলাম, মোহাসিন রেজা ছাত্রলীগ নেতা আমিনুল হক বাদল, মোকতারুল ইসলাম প্রমুখ।