বিশেষ প্রতিনিধি: কয়রা উপজেলার ১ নাম্বার আমাদের ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত ওমর আলী গাজীর পুত্র নাসিরউদ্দিন বাঁচতে চায় সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
পরিবার সূত্রে জানা যায়, নাসিরউদ্দিনের নিজস্ব কোন জায়গা জমি নেই নুন আনতে পান্তা ফুরায় পরিবারটির মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।
নাসির উদ্দিনের স্ত্রী আরিফা বেগম জানান তার স্বামী নাসিরউদ্দিন লেভার শ্রমিক কাজ করতেন। তিনটি মে য়ে ও একটি ছেলে নিয়ে পরিবারে বসবাস করতেন, পরের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে ৩ টি মেয়ে বিবাহ দেন তার স্বামী অসহায় হয়ে পড়ার পর থেকে তাদের ভিক্ষাই দিন কাটে।
তার স্ত্রী আরও জানান তার স্বামী নাসিরুদ্দিন গুরুতর অসুস্থ হয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়দিন ভর্তি আছে টাকার অভাবে ঔষধ কিনতে পারছে না বলে এমনটিই জানিয়েছে তার স্ত্রী তার স্ত্রী আরো বলেন তার স্বামীকে এখন গুরুত্ব একব্যাগ ও পজেটিভ রক্ত দেওয়ার কথা বলেছে কতব্যরত চিকিৎসক টাকার অভাবের কারণে গায়ে রক্ত দিতে পারছে না।
এজন্য তার স্ত্রী দেশবাসীর কাছে আর্থিক সাহায্য দাবি জানান
তাদের কোনো রকম অ্যাকাউন্ট না থাকায় তাদের নিযোদের মোবাইল নাম্বার দেয়া হইলো
মোবাইল নাম্বার 01 970 1025 58