আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় নানার বাড়ীতে বেড়াতে আসা মোহাম্মদ আরোপ নামের ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (০৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের বার আউলিয়া এলাকায় তার নানুর বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আরোপ উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের বেলচুড়া গ্রামের সুজামোল্লা পাড়ার মোঃ বাবুল হকের ছেলে। বাবুল হকের দুই ছেলের মধ্যে আরোপ হলো দ্বিতীয়।
পারিবারিক সূত্রে জানা যায়, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আরোপ। তারপর খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া তাবাস্সুম তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।