আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের মোসাম্মৎ রাইসা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খানখানাবাদের রায়ছটা গ্রামের বুড়া হাজ্বীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাইসা খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রামের বুড়া হাজ্বীর বাড়ির প্রবাসী আবদুল মোতালেব এর মেয়ে। সে ৭ ভাই বোনের মধ্যে সবার ছোট।
নিহত রাইসার চাচাতো বোন হালিমা আক্তার সুমি জানা, শিশু রাইসা বাড়ির উঠানে খেলা করছিল। ঐ সময় সে পরিবারের সবার অজান্তে বাড়ির সামনে পুকুরে ডুবে যায়। পরে এদিক-সেদিক খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মা পুকুর ঘাটের পাশে নিথর দেহ পুকুরে ভাসতে দেখেন। তাৎক্ষণিক শিশু রাইসাকে উদ্ধার করে বাঁশখালীর গুণাগরী এলাকার ডা. ফারুকের চেম্বারে নিয়ে গেলে তিনি রায়ছাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডা. ফারুক জানান, সকালে খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রাম থেকে রায়ছা নামে একটি শিশু আমার চেম্বারে আসে। তবে তাকে আমার চেম্বারে নিয়ে আসার আগেই সে মারা যায়। ধারণা করা হচ্ছে দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় তার মৃত্যু হয়েছে।