আনোয়ারা প্রতিনিধি: পটিয়ায় ১২ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি প্রাইভেটকার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমমুন্সিরহাটস্থ কচুয়াই ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতর হলো- নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার উলুকান্দি গ্রামের আলী আহমদের ছেলে মো. রানা, নিউ হাজীগঞ্জ গ্রামের নুরে আলমের ছেলে মো. মোস্তফা প্রকাশ রোহিত, ৪নং দরপত গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. তৈয়বুর রহমান প্রকাশ সজল, ভাটি বন্দর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মো. মাহাদী হাসান প্রকাশ মেহেদী এবং ঢাকার যাত্রাবাড়ী থানার কুতুবখালী গ্রামের আব্দুল কাদেরের মেয়ে সানিয়া আক্তার।
এই বিষয়ে পটিয়া থানার সেকেন্ড অফিসার হিরু বিকাশ জানান, কক্সবাজার থেকে ইয়াবার চালান সহ ২টি প্রাইভেট কার নিয়ে ৫ জন ইয়াবা সিন্ডিকেটের সদস্য চট্টগ্রাম শহরের দিকে আসছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সিরহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেট কার তল্লাসি করে ১২ হাজার পিস ইয়াবা, ২টি প্রাইভেট কার ও এক নারী সহ ৪ জনকে গ্রেফতার করে।
তিনি জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।