আনোয়ারা প্রতিনিধি: ঘনিয়ে আসছে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে সময়। পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। এর মধ্যে নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি মেম্বার প্রার্থীরাও। শেষ মুহুর্তের সময়ে নিজ ওয়ার্ডের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দিতে ভীড় করছেন উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে।
বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন হাইদগাও ৬ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী জাহাঙ্গির আলম।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি।
উল্লেখ আগামী ২৬ ডিসেম্বর পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন হবে বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং অফিসার।