আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় সদর ইউনিয়নের দরিদ্র ৭৫ কার্ডধারী দুঃস্থ পরিবারের মাঝে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।
প্রতিকার্ড ধারীদের মাঝে এক মাসের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আবদুল হান্নান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মৌসুমী আইচ , ইউপি সদস্য লিটন সিকদার সহ সকল ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিজিডির চাল পাওয়া কার্ডধারী বিলপুর গ্রামের আব্দুল আলীম বলেন, সরকার থেকে আমাদের দুঃসময়ে এই চাল পেয়ে উপকার হয়েছে। এই দুঃসময়ে চাল পেয়ে স্থানীয় সাংসদ ও ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র দীঘায়ু কামনা করেন দরিদ্র পরিবার গুলো।