আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলা বৈরাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুয়াপঞ্চক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) ১০নং গুয়াপঞ্চক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে হাসানুর রশীদকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
ম্যানেজিং কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেম্পী ঘোষ,দাতা সদস্য,অভিভাবকবৃন্দ।পরে নির্বাচিত সভাপতি হাসানুর রশীদকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
নব-নির্বাচিত সভাপতি হাসানুর রশীদ বলেন, কর্তৃপক্ষ আমাকে দ্বিতীয় বারের মত গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিবার্চিত করেছেন। এজন্য কমিটির সকল সদস্য ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি উক্ত প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবর্দা চেষ্টা করব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার লক্ষ্যে সকলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সে জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।