আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হয়েছেন সিআর মামলার দন্ড প্রাপ্ত আসামি মাহাবুবুল কবির।
তিনি উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদের বাসিন্দা। ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদের প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনি।
চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে তিনি লুকিয়ে মনোনয়ন দাখিল করলেও আজ সোমবার বিষয়টি এলাকায় জানাজানি হয়। ফলে এলাকারবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ ঘটনায় একই এলাকার নুরু উদ্দিন নামের একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহাবুবুল কবিরের বিরুদ্ধে পটিয়া যুগ্ন ও জেলা জজ আদালতে ২০১৬ সালের ১৬ই সেপ্টেম্বর একটি সিআর মামলা নং ১৯৯/২০১৫ হয়। সে মামলা অনুযায়ী মাহবুবুল কবির দন্ড প্রাপ্ত পলাতক আসামী।
এই বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ জানান, উল্লেখিত দন্ড প্রাপ্ত আসামীর মননোয়ন বৈধ বলে গন্য হবে কিনা তা আমি উপজেলার ১৭টি ইউনিয়নের দায়িত্বে থাকা বাকি ৫জন রিটার্নিং কর্মকর্তাদের সাথে বসে সিদ্ধান্ত নিব।