আনোয়ারা প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ড (আনোয়ারা উপজেলা)শাখার যৌথ উদ্যোগে আনোয়ারায় মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে খতমে কোরআন, র্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়।
উক্ত র্যালীটি আনোয়ারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয় এবং বঙ্গবন্ধুর প্রতীকীতে পুষ্পমাল্য প্রদান করেন।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী । আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা আবদুল খালেক, মুক্তিযোদ্ধা এস এম আবু তাহের, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক মোহাম্মদ সেকান্দার হোসেন, সদস্য সচিব কাজী আবদুর রহিম, মোঃ আবদুল হান্নানসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে তালিকা ভুক্ত মুক্তিযোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়।