নিজস্ব সংবাদদাতা: পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নে চলছে রেজাউল করিম চৌধুরী বাবুলের শাসন। তাই ইচ্ছার বিপরীতে কেউ গেলে তাদের উপর নেমে আসে নির্যাতনের খড়ক।
মো. আশেক চৌধুরী নামের শোভনদন্ডীর এক ব্যক্তির অভিযোগ, রেজাউল করিম চৌধুরী বাবুল ও তার সহযোগি মোহাম্মদ জাহাঙ্গীর, সাইফুল ইসলাম ও মো. আব্দুল মতিসহ একটি চক্র এলাকায় ভূমি দস্যুতা চালিয়ে যাচ্ছেন। গত ২৩ নভেম্বর তার মালিকাধীন ৭ গন্ডা ১৪ শতক জমির পাকনা ধান কেটে নিয়ে যায়।
এ সময় তার লাঠিয়াল বাহিনী এলাকায় ব্যাপক ত্রাস চালায়। তাদের বাধা দেওয়ায় আশেকের স্ত্রী ডেজী আকতার ও ভাইয়ের স্ত্রী জোবাইদা আকতারকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় পটিয়া থানা এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক অভিযোগ দায়ের করা হয়।
তিনি বলেন, মামলা করার পর সন্ত্রাসী বাহিনীটির ভয়ে এলাকায় যেতে পারছি না। জমির ধানের পাশাপাশি বাড়ি-ঘরের ফলমূলও তারা লুট করছে। তাদের বিরুদ্ধে টু শব্দ করার মতো এলাকায় কেউ সাহস করছে না। তিনি বলেন, সম্প্রতি পুলিশের সামনে আমাকে রেজাউল করিম বাবুল আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি পরিবার নিয়ে অসহায়।
বাংলাদেশ ওলামা লীগের শোভনদন্ডী ইউনিয়নের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আশেক চৌধুরীর অভিযোগ, আমরা আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমরাও তাদের কাছে নিরাপদ না। প্রশাসনে এ ব্যাপারে অভিযোগ করা হলেও পুলিশ অদৃশ্য কারণে নীরব রয়েছে। তাহলে আমরা যাবো কোথায় ?
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রেজাউল করিম বাবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের জায়গার ধান আমরা কেটেছি। কে কি করবে দেখা যাবে।