আনোয়ারা প্রতিনিধি: পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, চন্দনাইশ, আনোয়ারা উপজেলার ২৫টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
গতকাল (০৫ ডিসেম্বর) গণভবনে মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় তাদের নাম চূড়ান্ত হয়।
সোমবার (৬ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরায় আলহাজ্ব মো. আবদুল মান্নান, সারোয়ারতলীতে মো. বেলাল হোসেন, পোপাদিয়ায় এস এম জসিম উদ্দীন, শ্রীপুর-খরণদ্বীপে মোহাম্মদ মোকারম, আমুচিয়ায় কাজল দে, করলডেঙ্গায় মনসুর আহমদ, চরণদ্বীপে শামসুল আলম।
আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের নৌকা পেলেন নোয়াব আলী, বারশতে মোহাম্মদ আবদুল কাইয়ুম শাহ, রায়পুরে জানে আলম, বটতলীতে এমএ মান্নান চৌধুরী, বরুমছড়ায় মো. শামসুল ইসলাম চৌধুরী, বারখাইনে মো. হাছনাইন জলিল চৌধুরী, আনোয়ারা সদরে অসীম কুমার দেব, চাতরীতে মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী, পরৈকোড়ায় মামুনুর রশিদ চৌধুরী ও হাইলধর ইউনিয়নে কলিম উদ্দিন।
চন্দনাইশের কাঞ্চনাবাদে মো. আবু ছালেহ, জোয়ারায় আমিন আহমেদ চৌধুরী, বরকলে মো. ফেরদাউছ ইসলাম খান, বরমায় নুরুল ইসলাম, বৈলতলীতে এসএম সায়েম, হাশিমপুরে মো. খোরশেদ বিন ইউসুফ, ধোপাছড়িতে মো৷ আবদুল আলীম, সাতবাড়িয়ায় ফোরক আহমদ।
এছাড়াও খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় ৫ ইউনিয়ন খাগড়াছড়িতে নৌকা পেলেন দত্ত ত্রিপুরা, কমলছড়িতে সাউপ্রু মার্মা, গোলাবাড়িতে উল্লাস ত্রিপুরা, পেরাছড়াতে তপন বিকাশ ত্রিপুরা ও ভাইবোনছড়া ইউনিয়নে পরিমল ত্রিপুরা।
পাশাপাশি বান্দরবান জেলার সদর উপজেলায় ৩ ইউনিয়ন কুহালং মং পু মার্মা, সুয়ালকে মংমংনু মার্মা ও টংকাবতী ইউনিয়নে পুকান ম্রো।
ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউপিতে, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।