আনোয়ারা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনোয়ারা উপজেলার ৭নং সদর ইউনিয়নের যুব সমাজ ও এলাকাবাসীর সমর্থনে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন অচ্যুত শীল রনি।
সোমবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী এর কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
তিনি বিগত বারেও ৬ নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার উন্নয়নে কাজ অব্যাহত রেখেছেন।
এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন ধরণের উন্নয়ন কর্মকান্ড তার ওয়ার্ডে হয়েছে। এলাকার অসহায় মানুষদের বিধবা ভাতা, বয়স্ক ভাতারসহ বিভিন্ন সেবার ব্যবস্থা করে দিয়েছেন।
তাই তার ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুণরায় আগামী নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানান তিনি।
তার এলাকার অসহায় মানুষের পাশে থেকে কাজ করেছেন। কোনদিন অন্যায়কে প্রশ্রয় দেয়নি, নিজেও করেনি। মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন যে কোন মুহুূর্তে। তার ওয়ার্ডের জনগণ এবার তাকে নির্বাচিত করে সেবক হওয়ার আবারো সুযোগ করে দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মেম্বার পদপ্রার্থী অচ্যুত শীল রনি জানান, আমি মানুষের সেবক হয়ে কাজ করেছি। বিগত দিনে সরকারী সহায়তার বাইরেও আমার এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার ওয়ার্ডকে একটি সন্ত্রাস, মাদকমুক্ত করার চেষ্টা করেছি।আগামী নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করতে ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সহযোগীতা চাই।